মহাত্মা গান্ধী, মোরারজি দেশাই, ডঃ বিধানচন্দ্র রায়, সত্যজিৎ রায়ের মতো কিংবদন্তিরা এই কালির কলম দিয়ে লিখতেন। স্বয়ং রবীন্দ্রনাথ নাকি এই কালির নাম রেখেছিলেন।
সেদিন যদিও সিনের প্রয়োজন অনুযায়ী লাইট ছিল। তাও ওই ঘন অন্ধকারকে টেক্কা দিতে পারছিল না। আমি পরিচালকের কথামতো সিনে ব্যস্ত। খোঁজার অভিনয় করছি। হঠাৎ সবাই "রে রে রে রে" করে চেঁচিয়ে উঠল।